কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের শোকরিয়া মিছিল, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রজনতা ও আলেমদের হত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হওয়াতে কুষ্টিয়া শহরে শোকরিয়া মিছিল, সমাবেশ ও দোয়া মাহফিল করেছে সদর উপজেলা খেলাফত যুব মজলিস।
আজ রবিবার (১১আগস্ট) আসর নামাজ শেষে কুষ্টিয়ার বড় বাজার জামে মসজিদ থেকে শোকরিয়া মিছিলটি শুরু হয়ে শহরের ৫ রাস্তার মোড়ে (বর্তমান শহিদ চত্বর ) এসে সমাবেশ করে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া সদর উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা শারাফাত হুসাইনের সভাপতিত্বে ও হাফেজ তরিকুল ইসলামমের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবদুল রাজ্জাক, মুফতি সানাউল্লাহ সাহেব, মোহাম্মদ ফয়সাল সিকদার, মোহাম্মদ তুজাহান, মোহাম্মদ রাসেল, হাফেজ মুসা, মাওলানা কামরুল হাসান, মাওলানা খালিদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে বাংলাদেশ খেলাফত যুবমজলিসের কুষ্টিয়া সদর শাখার দায়িত্বশীল মাওলানা শারাফাত হুসাইন বলেন গত জুলাই মাসের প্রথম দিকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত কর্মসূচির মধ্য দিয়ে এদেশের ছাত্র-জনতার গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট-স্বৈর শাসন ব্যবস্থার অবসান ঘটেছে। আমরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই আন্দোলন সহ বিগত সময়ে যত মানুষ অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। যত মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আবারো স্মরণ করছি এবং সুস্থতা কামনা করছি। সাম্প্রতিক আন্দোলন সংগ্রামে সাহসিকতার সাথে রাজপথে অংশগ্রহণ করার জন্য আমরা সকল ছাত্রজনতার কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, এই বিজয় ছাত্র-জনতার, এ বিজয় বাংলাদেশের বিজয়।
এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের শপথ নিতে হবে।