দুর্যোগে কবলিত মানুষের সহযোগিতায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আহবান
উম্মত নিউজ, ২২ আগস্ট ২০২৪
ভয়াবহ বণ্যায় বিপর্যস্ত আজ বাংলাদেশ৷ ভেসে গেছে বহু মানুষের বাড়ি-ঘর মাথা গোঁজার ঠাই ৷ আশ্রয়হীন আজ লাখো বনীআদম ৷ যাদের ঘরে খাবারের আয়োজন ছিল, বানের পানি ভাসিয়ে নিয়ে গেছে তাদের সব ব্যবস্থা ৷ যাদের মাঠে ফসল ছিল, তলিয়ে গেছে তাদের স্বপ্নের ফসল ৷ বহু সাধনায় চাষ করা জেলের পুকুর গেছে ভেসে ৷ সব কিছু থেকেও আজ তারা সর্বহারা ৷ মানবেতর জীবন যাপিত আজ বাংলার বিস্তীর্ণ জনপদে ৷
দুর্যোগকবলিত মানুষের পাশে দাড়ানো এখন আমাদের মানবিক দায়িত্ব, ঈমানী যিম্মাদারী ৷ সাহায্যের হাত বাড়ানো এখন সময়ের সব চেয়ে বড় নেকী! সবাই যার যার মত চেষ্টা করুন ৷ মানুষের জন্য মানুষ ৷ সবাই আমরা পরের তরে ৷
তারা বলেন, আমরাও উদ্যোগ নিয়েছি ৷ আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে ৷ ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর ত্রাণতহবিল গঠন করেছে। দ্রুতই ঢাকা মহানগরীর টিম যাবে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় ইনশাআল্লাহ ৷ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।