অবশেষে মুক্ত বাতাসে মুফতি জসিমুদ্দীন রাহমানী
উম্মত নিউজ, ২৭ আগস্ট ২৪
মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন। গত রবিবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন। তাঁকে ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসাবে সাজানো হয়েছে, এবং এটা দিবালোকের ন্যায় পরিষ্কার।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা বলেন, সব মামলায় জামিন পেয়েছেন মুফতি জসীম উদ্দিন রাহমানী। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র বলেছে, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর নামে আরো দুটি মামলা চলমান। একটি মামলা চলছে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে, অন্যটি সাইবার ট্রাইব্যুনালে। (তাঁর নামে যতগুলো মামলা টুকে দেওয়া হয়ছে সবই মিথ্যা এবং সাজানো ছিল, যার কোন ভিত্তি নাই)
রাহমানীকে ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়।