বন্যাদূর্গতদের জন্য ত্রান নিয়ে রওনা দিচ্ছেন জেলা ইমাম পরিষদ যশোর
আজ মঙ্গলবার (২৭ আগষ্ট ২০২৪) যশোর বাসীর পক্ষ থেকে সংগৃহিত ত্রাণের নগদ অর্থ ও ত্রাণ সমগ্রী বিতরণের উদ্দেশ্যে ফেনী, নোয়াখালীসহ পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকার দিকে রওয়া দিয়েছে জেলা ইমাম পরিষদ যশোরের প্রথম প্রতিনিধি দল। প্রতিনিধি দল বন্যার্তদের মাঝে প্রথম পর্বে নগদ বিশ লক্ষ টাকা, এক হাজার ছাতা, রান্না করা খাবার, জরুরী ঔষধ, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীর আসবাবপত্র বিতরণ করবে ইমাম পরিষদ যশোর জেলা প্রসাশনের পরামর্শে ও কবলিত এলাকার প্রসাশন ও সেনা বাহিনীর সার্বিক সহযোগিতায় যশোরবাসীর আমানত বন্যাদুর্গত মানুষদের নিকটে সঠিকভাবে পৌঁছে দিতে বদ্ধপরিকর। সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কমনা করছে জেলা ইমাম পরিষদ যশোর।
প্রতিনিধি দলে আছেন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি আশরাফ আলী, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান, মুফতি হাফিজুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা উবায়দুল্লাহ, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা দেলাওয়ার হোসেন প্রমুখ