পাইকগাছার বানভাষীদের হাতে হাদিয়া পৌঁছে দিতে যুব মজলিস যশোর শাখা
উম্মত নিউজ, ২৮ আগস্ট ২৪
বন্যার্তদের জন্য হাদিয়া সামগ্রী নিয়ে বন্যার্তদের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার টিম। অব্যাহত থাকবে ত্রাণ সংগ্রহ কার্যক্রম”
আজ ২৮ আগষ্ট ২০২৪ ঈসাব্দ রোজ বুধবার যশোর বাসীর পক্ষ থেকে সংগৃহিত হাদিয়া সমগ্রী বিতরণের উদ্দেশ্যে খুলনার বন্যাকবলিত এলাকার দিকে রওয়া দিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোরের প্রতিনিধি দল।
প্রতিনিধি দল বন্যার্তদের মাঝে খাবার, জরুরী ঔষধ, বস্ত্র, মসার কয়েল, গ্যাস লাইট, মোমবাতি সহ প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করবে ইনশাআল্লাহ।
যুব মজলিসের নেতৃবৃন্দরা বলেন যশোরবাসীর আমানত বন্যার্ত মানুষদের নিকটে সঠিকভাবে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কমনা করছে খেলাফত যুব মজলিস যশোর।
প্রতিনিধি দলে আছেন, সভাপতি মুফতী শহিদুল্লাহ কাসেমী, সহ-সভাপতি হাফেজ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাওফিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক হাফেজ শিহাব শাহরিয়ার, অফিস সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান শাহরুখ, বার্তা সম্পাদক মুহাম্মাদ সাজিদ প্রমুখ