আর্তমানবতার কাজে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর।
উম্মত নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৪
মানব সেবায় একধাপ এগিয়ে জনপ্রিয় এক নাম ‘কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর’ এটি যশোর জেলার কওমী মাদ্রাসার ছাত্রদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।
‘কওমী ছাত্রদের একতা, ফিরিয়ে আনবে মানবতা’ এই স্লোগান সামনে রেখে ২০২০ সালে কওমী ছাত্র ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ঘটে, এবং ২০২১ সাল থেকে আর্ত মানবতার কাজে তাঁরা প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, করোনা মহামারী, বাইশের বন্যা, চব্বিশের বন্যায় তাদের ভুমিকা চোখে পড়ার মতো। তাছাড়া গরিব অসহায়দের মাঝে প্রতি বছর রমজানের ইফতার সামগ্রী, ঈদুল ফিতর ও ঈদুল আজহা-র সময় নতুন কাপড়, ঈদের বাজার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
দুর্যোগ, দুর্ভোগ, দুর্দিনে সর্বশক্তি ব্যয় করে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো; সর্বপ্রকার অর্থ ও খাদ্য সহায়তা, ত্রাণসামগ্রী বিতরণ, পুনর্বাসনের ব্যবস্থা এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা যেন তাদের দৈনন্দিন জীবনের কাজ।
কওমী ছাত্র ঐক্য পরিষদের দায়িত্বশীলেরা মুসলিমদের ধর্মীয় মাহফিল সহ সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষের দুঃসময়ে তাদের সাহায্য সহযোগিতা, তাদের উপাসনালয় পাহারা দেওয়া সহ সকল পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে তাদের পাশে দাঁড়িয়েছেন যশোরের ঐতিহ্যবাহী এই সেচ্ছাসেবী সংগঠন।
যশোর জেলার আওতাধীন সর্বশ্রেনীর কওমী মাদ্রাসার ছাত্রদের দ্রুত সমন্বয় করে অবহেলিত কওমী অঙ্গনকে জাতীয় পর্যায়ে আনার জন্য ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ যশোর’ এর ব্যানারে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দায়িত্বশীলবৃন্দ।