তালেবান বিশেষ বাহিনীর ৯৪৭জন সদস্য সফলভাবে তাদের শরীয়াহ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণটি ৪মাস ব্যাপী পরিচালিত হয়েছিল। প্রশিক্ষণে সদস্যদের সামরিক ক্ষেত্রে শরীয়াহ’র মূলনীতিসমূহ শিক্ষা প্রদান করা হয়েছে। এছাড়া সামরিকভাবে সর্বদা প্রস্তুত থাকতে এতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে সদ্য স্নাতক সম্পন্নকারী এই সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান করেছে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সম্মানিত আলেম ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। তাঁরা সামরিক সদস্যদের জন্য শরীয়াহ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যবস্থার হেফাজত ও নিরাপত্তা বিধানের অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাসদস্যগণ। পাশাপাশি প্রশিক্ষণ হতে প্রাপ্ত এই জ্ঞান নিয়ে তাঁরা জাতির সেবায় নিয়োজিত হবার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে, তালেবান বিশেষ বাহিনীর অন্যতম দুটি ইউনিট হল রেড ইউনিট ও বদরি ৩১৩ ব্যাটালিয়ন। তৎকালীন পশ্চিমা জোটের বিরুদ্ধে আফগান জিহাদে তালেবানের এই বিশেষ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।