হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যশোর জেলা কমিটি গঠিত
উম্মত নিউজ, ২৮ সেপ্টেম্বর ২৪
হেফাজতে ইসলাম বাংলাদেশের যশোর জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সম্মেলন আজ সকাল ১০টায় জামিয়া এজাজিয়া রেলস্টেশন মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের নায়েবে আমির পীরের কামিল মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
সম্মেলন শেষে জামিয়া এজাজিয়া রেলস্টেশন মাদ্রাসর মুহতামিম মাওলানা আনোয়ারুল করিমকে সভাপতি, মাওলানা আবদুল মান্নানকে সিনিয়র সহ-সভাপতি, জামিয়া কুরআনিয়া বকচরের মুহতামিম মাওলানা নাজির উদ্দিনকে সাধারণ সম্পাদক, মাওলানা আমান উল্লাহ কাসেমীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবদুর রহিমকে অর্থ সম্পাদক, মাওলানা হাবিবুল্লাহকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি গঠন করা হয়।