যশোর সরকারি সিটি কলেজে সিরাত মাহফিল অনুষ্ঠিত
উম্মত নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বর্তমান জাতীয় পাঠ্যসূচিতে নবীজির (স:) জীবনী ও কুরআন শিক্ষা বাধ্যতামূলক করে ষড়যন্ত্র মূলক নাস্তিক্যবাদী শিক্ষা ক্যারিকুলাম বাতিল করতে হবে। দাবি জানান মুফতি আমানুল্লাহ কাসেমী সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর।
যশোর সরকারি সিটি কলেজে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত কলেজের জিয়া ভবনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। যশোর সরকারি সিটি কলেজের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
মাহফিলে প্রফেসর জনাব আহম্মদ উল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান আলোচক যশোর দড়াটানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং ঐতিহ্যবাহী দড়াটানা মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস মুফতী আমানুল্লাহ কাসেমী , প্রধান অতিথি প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু, অধ্যক্ষ। বিশেষ অতিথি প্রফেসর অমলেন্দু বিশ্বাস, উপাধ্যক্ষ। জনাব মোঃ আব্দুল হালিম সম্পাদক শিক্ষক পরিষদ।
প্রধান আলোচক তার আলোচনার মধ্যে বলেন – আজকের এই সিরাত কনফারেন্স তখনই সার্থক হবে যখন এ জাতির শিশু শিক্ষালয় থেকে শুরু করে
বিশ্ববিদ্যালয় পর্যন্ত কুরআন ও নবিজির জীবনি পাঠ্যসুচির অন্তর্ভুক্ত করে সীরাত চর্চার পরিবেশ কে অবারিত করতে হবে।
মাহফিলে আলোচনার পর আয়োজিত সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য সীরাত রচনা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে হিন্দু শিক্ষার্থীরাও।