কেশবপুরের পানিবন্দী তিন শতাধিক পরিবারের মাঝে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ত্রাণ বিতরণ সম্পন্ন জেলা ইমাম পরিষদ যশোরের
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যশোরবাসীর পক্ষ থেকে সংগৃহিত ত্রাণ সামগ্রী কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করেছে জেলা ইমাম পরিষদ যশোরের তৃতীয় প্রতিনিধি দল। এদিন সকাল ০৭ টায় যশোরের গাড়ীখানা থেকে দলটি কেশবপুরের উদ্দেশ্যে রওনা হয়। তৃতীয় পর্বে পানিবন্দী তিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, চিনি, লবণের প্রায় বিশ কেজি ওজনের ত্রাণসমাগ্রীর প্যাকেজ এবং নগদ অর্থ প্রদান করা হয়। ইমাম পরিষদ যশোরবাসীর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ২০২৪ সালের বন্যায় ইমাম পরিষদ প্রথম ধাপে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার ৯২ টি হিন্দু পরিবারসহ মোট ১০০০ বন্যার্ত পরিবারের মাঝে ২০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছে। দ্বিতীয় পর্যায়ে খুলনা জেলার পাইকগাছার পাঁচ শতাধিক বন্যাক্রান্ত পরিবারের মাঝে বার লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছে এবং তৃতীয় পর্বের সর্বশেষ ত্রাণ বিতরণ কার্যক্রমে যশোরের কেশবপুরে ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ত্রাণ বিতরণ করেছে। চলতি বছরে এ পর্যন্ত তিন ধাপে সর্বমোট ৩৭,৫০,০০০/- (সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ত্রাণ বিতরণ করেছে জেলা ইমাম পরিষদ যশোর। এ জাতীয় কার্যক্রম অব্যাহত রাখতে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছে জেলা ইমাম পরিষদ যশোরের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হলেন জেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন, সহ সভাপতি মুফতি শামসুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনওয়ার নাঈম, মুফতি আমানুল্লাহ কাসেমী, মাওলানা হাসান ইমাম, মুফতি কবিরুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আসআদুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।