খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
গতকাল ১১ জানুয়ারি-২৫ রোজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১৫ তম শুরা আম এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
উক্ত মজলিসে পূর্বের সেশনের মজলিসে খাস বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং ২৮ সদস্য বিশিষ্ট ২০২৫ সেশনে মজলিসে শূরায়ে খাস (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ) গঠন করা হয়।
বিদায়ী বক্তব্য ও স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হক, তিনি বলেন আমরা বিদায় নিচ্ছি ঠিকই কিন্তু যুব মজলিস সারা জীবন আমাদের অন্তরে লালন করবে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করে। ১৬ বছরের অগ্রযাত্রায় যুব মজলিস সারা দেশের যুবসমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও সব বিরোধ পরিহার করে কাজের মাধ্যমে নিজেদের পথ তৈরির জন্য বিরামহীন মেহনত করেছে। এ সময় তিনি যুব মজলিসের কর্মীদের ত্যাগ ও কোরবানির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপ্রচার ও আত্মপ্রদর্শনী পরিহার করে সারা দেশে কাজ ছড়িয়ে দেওয়া ও খেলাফত প্রতিষ্ঠার কাজকে আরও বেগবান করতে আহ্বান জানান। তিনি আরোও বলেন যুব মজলিস কর্মী বা মুজাহিদ তৈরির কারখানা যারা আগামীতে দ্বীন বিজয়ের নিবেদিত প্রাণ ও জাতীয় সংগঠনের হাল ধরবে।
আরও স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা শরীফ সাইদুর রহমান, সাবেক সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাবেক বাইতুল মাল ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সাবেক মজলিসে খাসের সদস্য মাওলানা ইমদাদ আশরাফ, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ মাহমুদ, মাওলানা মোহাম্মদ আলী, কারী হোসাইন আহমাদ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
২০২৫-২৬-২৭ সেশনে যারা মজলিসে শূরায়ে খাস (কেন্দ্রীয় নির্বাহী কমিটি)র জন্য নির্বাচিত হলেন। মাওলানা জাহিদুজ্জামান (সভাপতি), মাওঃ আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন (সভাপতি পরিষদ সদস্য), মাওলানা মোশাররফ হুসাইন লাবিব (সম্পাদক সংগঠন বিভাগ), মাওলানা আল আবিদ সাকির (সম্পাদক প্রশিক্ষণ বিভাগ), মাওলানা আবরারুল হক নোমান (সম্পাদক বায়তুল মাল) মাওলানা রুহুল আমিন (সম্পাদক সমাজ কল্যাণ) মাওলানা উবায়দুল্লাহ সিরাজ (সম্পাদক অফিস) মুহাম্মদ ফাতীহ সোলাইমান (সম্পাদক প্রস্তর বিভাগ) মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান মাওলানা হেলাল আমিন, মাওলানা হাসমত উল্লাহ ফরিদী, মাওলানা মাহমুদুল হাসান টঙ্গী, মোল্লা খালিদ সাইফুল্লাহ, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আকরাম হুসাইন, মাওঃ মুহিব্বুল মুরসালিন (খুলনা) মাওলানা মাহফুজুর রহমান (খুলনা) মাওলানা আবু বকর (টাঙ্গাইল) মাওলানা সাখাওয়াতউল্লাহ আমিন (ভোলা) মাওলানা হাবিবুর রহমান (নোয়াখালী) মাওলানা উসমান গনী (কিশোরগঞ্জ) মাওলানা মাহবুবুর রহমান (ফরিদপুর) মাওলানা হাবিবুর রহমান (ফরিদপুর) মাওলানা শহীদুল্লাহ কাসেমী (যশোর) মাওলানা বোরহান উদ্দিন ইমাম (নড়াইল) মাওলানা শারাফাত হোসাইন (কুষ্টিয়া)
সর্বশেষ আমীরে মজলিসের দুআর মাধ্যমে অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয়।